ঈদের কয়েকটি আনন্দের মধ্যে উল্লেখযোগ্য হলো বড়দের কাছ থেকে সালামি পাওয়া। এখন এই আনন্দ থেকে বঞ্চিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার নাঈম শেখ। জানালেন, বড় হয়ে যাওয়ায় এখন আর তাকে কেউ ঈদ সালামি দেয় না।
৩৯তম ওভারে নাঈম শেখ যখন প্যাভিলিয়নে ফেরেন তখন তার নামের পাশে ১২৫ বলে ১৭৬ রান। ডাবল সেঞ্চুরি করতে তার দরকার ছিল আর মাত্র ২৪ রান। কিন্তু সালাউদ্দিন শাকিলের বলে অভিজ্ঞ অলক কাপালির বলে আউট হয়ে ফেরায় ডাবল সেঞ্চুরি আর পূর্ণ করা হয়নি নাঈমের।